মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার সঞ্জয় চন্দ্র ধর (২৪) একই এলাকার সমীর চন্দ্র ধরের ছেলে।
শুক্রবার অভিযান চালিয়ে এটিইউ এর একটি দল বাইনারি অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করে।
অবৈধ ই-লেনদেনের জন্য সঞ্জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনগর থানায় মামলা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এটিইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি বাইনারি অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে যা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপ ব্যবহার করে তারা মানুষকে (খেলোয়াড়দের) প্রতারিত করে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করতেন।
আরও পড়ুন: সাভার থেকে অপহরণের নয় দিন পর দুই শিশু মানিকগঞ্জে উদ্ধার