রাজনগর
রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে মধুর দোকান এলাকায় সালিশ চলাকালে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে চেয়ারম্যান সানা গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘আত্মহত্যা’
হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ
৪ মাস আগে
রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আসামিসহ আহত ৭
মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাস নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিকআপ করে তিন আসামি ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পুলিশের চার এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি আহত হয়। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। আহতরা হচ্ছেন, রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান শেষে তিনজন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে।
আরও পড়ুন: মৌলভীবাজারে পিকআপভ্যানে উঠতে গিয়ে শিশু নিহত
মৌলভীবাজারে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
২ বছর আগে
মৌলভীবাজারে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার
মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার সঞ্জয় চন্দ্র ধর (২৪) একই এলাকার সমীর চন্দ্র ধরের ছেলে।
শুক্রবার অভিযান চালিয়ে এটিইউ এর একটি দল বাইনারি অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করে।
অবৈধ ই-লেনদেনের জন্য সঞ্জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনগর থানায় মামলা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এটিইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি বাইনারি অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে যা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপ ব্যবহার করে তারা মানুষকে (খেলোয়াড়দের) প্রতারিত করে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করতেন।
আরও পড়ুন: সাভার থেকে অপহরণের নয় দিন পর দুই শিশু মানিকগঞ্জে উদ্ধার
পঞ্চগড়ে প্রতিমা ভাঙচুর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
৩ বছর আগে