ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যথাযথ নিয়ম মেনে নগরীর রাস্তায় গাড়ি চালাতে হবে। অন্যথায় নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের জন্য দুই সিটি করপোরেশনের বাস রুট র্যাশনালাইজেশনের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ‘ঢাকা নগর পরিবহন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, প্রায় ২৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ‘ঘাটারচর-মোহাম্মদপুর-গুলিস্তান-মতিঝিল-সাইনবোর্ড-কাঁচপুর ব্রিজ’ রুটে ঢাকা নগর পরিবহনের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজধানীতে বাস ও মিনিবাসের সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বর্তমানে ঢাকা মহানগরীর ২৯১টি রুটে ৯ হাজারেরও বেশি বাস-মিনিবাস চলাচল করছে।
আতিকুল ইসলাম বলেন, নগরীর পরিবহন ব্যবস্থা সুপরিকল্পিত না হওয়ায় বিভিন্ন কোম্পানির বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা পরিলক্ষিত হয় এবং সংঘটিত হয় ছোট-বড় নানা ধরনের দুর্ঘটনা। তাই পর্যায়ক্রমে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে।
ডিএনসিসি মেয়র বলেন, জনস্বার্থে প্রত্যেকটি বাসের ফিটনেসসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাসচালককে বৈধ লাইসেন্স সঙ্গেই রাখতে হবে এবং চালক ও হেলপারদের (সহযোগী) পৃথক ইউনিফর্ম পরতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ পরীক্ষামূলক পরিবহন সেবার উদ্বোধন করেন।
আরও পড়ুন: অবশেষে ‘ঢাকা নগর পরিবহন’ চালু