তিনি বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। আর এ করোনা নিয়ন্ত্রণ আজ এমনিতেই হয়নি, করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু-মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক না, এটার পেছনে কাজ করতে হয়েছে।’
মানিকগঞ্জ পৌরসভার মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে এর সফলতা আসবেই। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি।
আরও পড়ুন: করোনার টিকা প্রদানে কেন্দ্রে গিয়ে নিবন্ধন সুবিধা বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ায় নার্সের বদলে করোনার টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান!
করোনার টিকা নিলেন প্রধান বিচারপতিসহ ৫৫ বিচারপতি
তিনি বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য বসে না থেকে গত বছরের মে মাস থেকে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছি। আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি, পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি। ভ্যাসসিন দেয়ার ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের ৬ নম্বরে রয়েছে। বর্তমানে দেশে ১৭ কোটি লোকের মধ্যে মাত্র ১৩০০ লোক করোনায় আক্রান্ত রয়েছে। আমাদের দেশে সুস্থতার হার ৯০ ভাগ।’
ভ্যাকসিন নেয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা দেশ থেকে করোনাভাইরাস আরও নিয়ন্ত্রণ করতে পারব, বলেন তিনি।
পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ, পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মাঈনু উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা বক্তব্য দেন।
আরও পড়ুন: এখনই করোনার টিকা নিতে আগ্রহী দেশের ৩২ ভাগ মানুষ: গবেষণা
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২৪৮, ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে
করোনা: বিশ্বে একদিনে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যু
করোনা: ২৪ ঘণ্টায় টিকা নিলেন ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, একটি পৌরসভা হচ্ছে জেলা শহরের ড্রয়িং রুম। এই ড্রয়িং রুম সাজানো গোছানো না থাকলে জেলার উন্নয়ন দৃশ্যমান হয় না। মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তর করতে হলে একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। আগামীতে যত উন্নয়ন হবে তা মাস্টার প্ল্যান অনুযায়ী হবে।
আগামীতে পৌর এলাকায় একটি মিনি স্টেডিয়াম, শিশুপার্ক, শহরের খাল সৌন্দর্য্যবর্ধন প্রকল্প গ্রহণ করার জন্য পৌর মেয়রের প্রতি আহ্বান জানান তিনি।