সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক সঙ্কটে নিমজ্জিত। কেউ কেউ চীনের সঙ্গে ঋণের ফাঁদে আটকে আছে। তবে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতির বাইরে আছে। বর্তমানে এই দেশটিকে ক্রমবর্ধমান একটি উদীয়মান মধ্য শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে এসসিএমপি তার রিপোর্টে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সামরিকভাবে বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও, ঢাকা সরকার ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নিপুণ ‘ত্রিমুখী ভারসাম্য’ বজায় রাখার কারণে, এই ধরনের সম্পর্ক জোরদার করাতে দেশটির কোনো উদ্বেগ নেই।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সম্প্রতি শ্রীলঙ্কা তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ব্যাপক ঘাটতির কারণে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে দেশটি।
নেপালে, রিজার্ভ ঘাটতি, বাণিজ্য ঘাটতি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে উদ্বেগ বাড়ছে। হিমালয়ের পাদদেশের এ দেশটি অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কা করছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সমর্থন চান প্রধানমন্ত্রী
রিপোর্টে বলা হয়েছে, কিন্তু বাংলাদেশ (এ ধরনের পরিস্থিতির আশঙ্কা) নেই। অন্তত, এখনও না।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ফেলো আনু আনোয়ার বলেছেন, ভারতের পাশে অবস্থিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মধ্যে ‘ত্রিমুখী ভারসাম্য’ বজায় রেখেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন কে ফেয়ারব্যাঙ্ক সেন্টার ফর চাইনিজ স্টাডিজের গবেষণা সহযোগী আনোয়ার বলেন, ‘ঢাকা চীন ও ভারত উভয়ের সঙ্গেই ভালো কাজের সম্পর্ক বজায় রেখে কৌশলগত অস্পষ্টতা বজায় রেখেছে।’
আনোয়ার আরও বলেন, ঢাকা সাম্প্রতিক বছরগুলোতে ইউএস-বাংলাদেশ সম্পর্ককে ‘অগ্রাধিকার’ হিসেবে ব্যবহার করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। যাতে চীন ও ভারত উভয়ের সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন করা, উত্তেজনা প্রশমিত করা এবং দুই এশীয় শক্তির ওপর নির্ভরতা হ্রাস করা যায়।
আনোয়ার বলেন,যদিও ওয়াশিংটন ঢাকার সঙ্গে তার সম্পৃক্ততা জোরদার করেছে, তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ‘বাংলাদেশকে নিজের অধিকারে’ করে রেখেছে।
আনোয়ার বলেন, ‘অনুমান করা হচ্ছে, বাংলাদেশ চীনের বলয়ে চলে যাচ্ছে বলেই ওয়াশিংটনের কাছ থেকে দেশটি সম্প্রতি অধিক মনোযোগ পাচ্ছে।’
আরও পড়ুন: আফগানিস্তানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা