পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সোমবার যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি খাতের বাইরে গিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ বহুমুখী করতে উৎসাহিত করেছেন।
ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান বিনিয়োগ জ্বালানি খাতে কেন্দ্রীভূত।
তিনি বলেন, অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ চায়।
আরও পড়ুন: তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সুযোগ খুঁজতে ১১ মে পর্যন্ত বাংলাদেশ সফর করছে। তারা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য।
ডিজিটাল, জ্বালানি, আর্থিক পরিষেবা, বীমা ও কৃষির মতো খাতের ২৫ জনের বেশি নির্বাহী ব্যবসায়িক প্রতিনিধি দলে রয়েছেন।