চন্দ্র মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা রবিবার থেকে পবিত্র রমজান পালন শুরু করবে এবং ২৮ এপ্রিল দিবাগত রাতে লাইলাতুল কদর পালিত হবে।
শনিবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর সংযমের মধ্য দিয়ে রোজা পালন করেন। পবিত্র রমজান মাসে সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া করোনা মহামারির কারণে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতি পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত সশরীরে ক্লাস চালিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু
এদিকে চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু করেছেন। ফরিদগঞ্জ,মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার গ্রামবাসীরা গত রাতে তারাবির নামাজ আদায় করেন এবং সূর্যোদয়ের আগে ‘সেহরি’ সেরে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন।
চাঁদপুরের হাজীগঞ্জ সদর দরবার শরীফের ইনচার্জ মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের মানুষ বিশ্বের মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবকে অনুসরণ করে ঈদ ও রমজানের মতো সব ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।
আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, দেশে আজ থেকে রোজা