নিহত আরিফ মহাখালীর সাত তলা বস্তির কবির হোসেনের ছেলে এবং স্থানীয় এক স্কুলের নবম শ্রেণির ছাত্র।
হামলায় গুরুতর আহত অবস্থায় তার বন্ধু হাসান (১৪) ও সোহাগকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ২
ভুক্তভোগীর বন্ধু জীবন নামের একজন জানান, শুক্রবার রাতে তারা মহাখালী কাঁচাবাজার এলাকার রাস্তায় পাশে ঝাল-মুড়ি খাচ্ছিলেন। তখন নুরু ও জনিসহ কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ জন সদস্য তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।
গুরুতর আহত আরিফকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে দশটার দিকে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩৫ সদস্য আটক
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
ঈদে বেড়াতে গিয়ে বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহত