রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছেলের লোহার রডের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত সেলিম মিয়া (৭০) একজন ব্যবসায়ী এবং ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় আট তলা ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন।
পুলিশ জানায়, নিহতের ছেলে এম এম শেখ আলী (৩২) দুপুর আড়াইটার দিকে ভাটারা থানায় আত্মসমর্পণ করলে হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে। শেখ আলী নিজেই জানান, তিনি তার বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
আরও পড়ুন: নড়াইলে অপহৃত শিশু আরাফাতের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
নিহতের ছেলে শেখ আলীর বরাত দিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, বুধবার ভোর ৫টার দিকে তার বাবা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠলে এ ঘটনা ঘটে।
মায়ের চিকিৎসার জন্য বাবা টাকা দেননি বলে বাবার ওপর রাগ ছিল শেখ আলীর। তার মা ও বোন একই অ্যাপার্টমেন্টে থাকতেন। কিন্তু ঘটনার সময় তার বাবা একা আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন বলে জানান ওসি।
ভোর ৫টার দিকে শেখ আলী চুপচাপ তার বাবার ঘরে নক করেন এবং তিনি দরজা খুললে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং এতে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে খালে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সকাল থেকে দীর্ঘ সময় গেলেও ভুক্তভোগী সেলিম দরজা না খুললে পরিবারের অন্য সদস্যরা দরজায় ধাক্কা দেয়। কোনো সাড়া না পেয়ে তারা তালা ভেঙে ঘরে ঢুকে এবং তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ছেলে শেখ আলীর বরাত দিয়ে ওসি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা ধারণা করেন ব্রেন হেমারেজের কারণে তার মৃত্যু হয়েছে।
বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।