ঢাকা, ২০ এপ্রিল (ইউএনবি)- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে শুক্রবার অভিযান চালিয়ে চার হাজার ৭২৯টি মামলা দায়ের এবং ২৩.২৩ লাখ টাকা জরিমানা করেছে।
সেই সাথে দিনব্যাপী অভিযানে ২৮টি গাড়ি ডাম্পিং ও ৭০৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।
মামলাগুলোর মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর জন্য এক হাজার সাতটি, হাইড্রোলিক হর্ন ব্যবহারের জন্য ১০৬টি, বিকনলাইট না থাকার জন্য একটি, বিভিন্ন স্টিকার ব্যবহারের জন্য দুটি ও কালো গ্লাস ব্যবহারের জন্য পাঁচটি মামলা দেয়া হয়েছে।
এছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এক হাজার ২৭৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
তিনি বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ তাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করছে।