ঢাকার শ্যামপুর এলাকায় বাসের ধাক্কায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইফুল ইসলাম মিরপুর এলাকার বাসিন্দা।
নিহতের ভাই মো. সাজ্জাদ হোসেন জানান, দুপুর ১টার দিকে সাইফুল তার ভাইয়ের সঙ্গে দেখা করতে পোস্তগোলায় রাস্তা পার হওয়ার সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
পরে সাইফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।