যারা ২০১৯ সালে অনার্স এবং মাস্টার্সের শেষ সেশনে অধ্যয়নরত ছিলেন তাদের পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের উপস্থিতিতে সরাসরি পরীক্ষা নেয়া হলেও আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
আরও পড়ুন: অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে না রাবি
সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের কর্মকর্তা ড. মো. আজিজুর রহমান বলেন, ‘আজকের একাডেমিক কাউন্সিলের সভায় অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৯ সালে যেসব শিক্ষার্থী অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন।’
আরও পড়ুন: রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ, ১৮ মার্চের মধ্যে হল ত্যাগের নির্দেশ
একাডেমিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য এ বছরের শীতের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ২৫২তম শিক্ষা পরিষদের সভায় অনলাইনের পরিবর্তে সরাসরি ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় রাবি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাবিতে ঈদুল আজহার ছুটি শুরু ২২ জুলাই
তখন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা পরিষদের সভায় সরাসরি ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে সেটি ভর্তি পরীক্ষার উপ-কমিটি সিদ্ধান্ত নেবে।
গত ১৬ মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১৮ মার্চ থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল রাবি প্রশাসন।
আরও পড়ুন: নাসিমকে নিয়ে ফেসবুকে মন্তব্য, রাবি শিক্ষক গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময় শিক্ষার্থীদের ১৮ মার্চ বিকাল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল। তার ধারাবাহিকতায় দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন: অফিসিয়াল ফেসবুক পেজ খুলল রাবি