কাজী জাহিদুর রহমান নামের ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক।
মতিহার থানার সহকারী উপপরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে রাত ২টার দিকে রাবি শিক্ষক জাহিদুরকে বিশ্ববিদ্যালয়ে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নাসিমকে নিয়ে ফেসবুকে পোস্ট, বেরোবি শিক্ষক গ্রেপ্তার
এর আগে শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগরের সাগরপাড়ার বাসিন্দা আইনজীবী তাপস কুমার সাহা।
নাসিম অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরার সময়ে গত ১ ও ২ জুন তাকে নিয়ে ফেসবুকে দুবার বিরূপ মন্তব্য করেন কাজী জাহিদুর রহমান।
আরও পড়ুন: প্রয়াত নাসিমকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, শাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
প্রসঙ্গত, কাজী জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। পরে তাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, নাসিমকে নিয়ে বিরূপ করায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ও আওয়ামী পন্থী শিক্ষকরা ওই শিক্ষকের শাস্তির দাবি করেছেন।