পাবনা, ০৭ এপ্রিল (ইউএনবি)- ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকায় শনিবার রাতে ‘মদ পান’ করে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু এবং আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেলি দিমিত্রি (৪১) মারা যান এবং বাকি তিনজন- মিখাইল, বার্কোলভ আলেকজান্ডার ও ব্লাদিমিরভিচ সেখানে চিকিৎসাধীন আছেন।
তারা সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মূল নির্মাণ কোম্পানি এএসই’র সাব ঠিকাদারি রাশিয়ান কোম্পানি নিকিমথ এতরোস্তরার কর্মী।
আবাসিক এলাকার এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, চার রাশিয়ান তাদের আবাসিক এলাকা গ্রিন সিটির ভবন-৫-এ শনিবার সন্ধ্যার দিকে মদ পান করেন এবং রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন।
তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌনে ১১টার দিকে দিমিত্রি মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।