বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার ঢাকা থেকে ইতালির রোমের উদ্দেশে ছেড়ে গেছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, দুপুর ১২টা ২০ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটটি ২২৮ যাত্রী নিয়ে ঢাকা থেকে রোমের উদ্দেশে রওনা দেয়।
এর আগে, ৫ জুন বিমান ঢাকা থেকে রোমে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।
বিমানের ওয়েবসাইট অনুসারে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালি দূতাবাসের অনুমোদিত সনদ অনুসারে যেসব আটকা পড়া বাংলাদেশির ইতালিতে বাসবাসের কাগজ আছে তাদের বিশেষ ফ্লাইটে করে নিয়ে যাওয়া হবে।
বিমান ১২, ১৭ এবং ২৩ জুন ঢাকা থেকে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
মার্চ মাসের মাঝামাঝি থেকে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর সরকার ১৬ জুন সীমিত আকারে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে।