মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নাগরিকত্ব যাচাইয়ে বিলম্ব হওয়ার কারণ চিহ্নিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে প্রস্তুতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ ও মিয়ানমার।
রাখাইন থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের যাচাইয়ের জন্য নবগঠিত কারিগরি স্তরের অ্যাড-হক টাস্কফোর্সের প্রথম বৈঠক বৃহস্পতিবার ভার্চুয়ালি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রিজওয়ান হায়াত এবং মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রণালয়ের উপমহাপরিচালক ইয়ে তুন উও নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রতিনিধির কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ
আরআরআরসি শাহ রিজওয়ান হায়াত অসংখ্য বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও রাখাইন থেকে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে অস্থায়ীভাবে বাংলাদেশে আশ্রয় দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার ধীরগতিতে হতাশা প্রকাশ করেন এবং তা দ্রুত সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রস্তাব দেন।
কারিগরি অসুবিধা ও তথ্যের ঘাটতির বিশদ বিবরণ দিয়ে মিয়ানমার প্রতিনিধি দল প্রক্রিয়াধীন যাচাইকরণ সম্পূর্ণ করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
টাস্কফোর্স যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়েছে ২৯ ঘর
রোহিঙ্গা প্রত্যাবাসনে চেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক: ত্রাণ প্রতিমন্ত্রী