ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ এপ্রিল থেকে সব সাধারণ ডাকঘর (জিপিও) এবং প্রধান ডাকঘর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোস্ট অফিসের ই-কমার্স, মোবাইল মানি অর্ডার, পার্সেলসহ অনান্য পরিষেবার জন্য কাউন্টারগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে এবং জীবন রক্ষাকারী ওষুধ ও করোনাভাইরাস সম্পর্কিত সরঞ্জামগুলো পার্সেলের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে।
তবে এ সময়ের মধ্যে পার্সেল করা কোনো পণ্য বাড়িতে বিতরণ (হোম ডেলিভারি) করা হবে না। গ্রাহকরা পোস্ট অফিসের কাউন্টার থেকে তা সংগ্রহ করতে পারবেন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিনিধিদের মাধ্যমে ডাকঘর থেকে তাদের ভাতা তুলতে পারবেন।
জিপিও এবং প্রধান ডাকঘরের সব কার্যক্রম রেডিয়াল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে।
এছাড়া পোস্ট অফিসের কর্মীদের বেতন-ভাতাসহ সব বকেয়া পরিশোধের বিষয়টিও নিশ্চিত করা হবে।