দেশের শতভাগ বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
সোমবার পটুয়াখালীর পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট সম্বলিত দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দেশকে সম্পূর্ণরূপে বিদ্যুতের আওতাভুক্ত ঘোষণা করেন।
এক অভিনন্দন বার্তায় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘মুজিববর্ষ’ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহার চায় এফবিসিসিআই
তিনি বলেন, বিদ্যুতায়নের ফলে প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটছে।
জসিম উদ্দিন আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের উন্নয়নের ফলে নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।