পটুয়াখালী
পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
মাদক বহনের অভিযোগে পটুয়াখালী থেকে ৩ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়ক থেকে শনিবার দিবাগত রাত ৪টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ৭ কার্টন ভারতীয় আতশবাজি জব্দ
গ্রেপ্তাররা হলেন- কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের মো. রফিকুল ইসলামের ছেলে বশিরুল ইসলাম (২৮), একই উপজেলার নাচনাপাড়া এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বী (২৩) ও কাভার্ড ভ্যানচালক বরিশালের কাউয়ানিয়া থানার মো. হারুন মুন্সির ছেলে মো. রুবেল মুন্সি (৩৩)।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালায়। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) এর ২৪(গ)(৪১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫০ লাখ বিদেশি সিগারেট জব্দ
মেহেরপুরে পৃথক অভিযানে সোয়া ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
৫ মাস আগে
আপনাদের যতদিন প্রয়োজন ততদিন পাশে থাকব: পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আশ্বাস প্রধানমন্ত্রীর
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের স্বাভাবিক জীবনে যতদিন সহযোগিতার প্রয়োজন হবে ততদিন তার সরকার ও আওয়ামী লীগ তাদের পাশে থাকবে।
সমবেত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা আপনাদের পাশে আছি, থাকব ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেব।’
বৃহস্পতিবার (৩০ মে) সকালে কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বলেই দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আগে অনেকেই ক্ষমতায় এসেছেন, কিন্তু তারা এই অঞ্চলের জন্য কোনো উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেয়নি।’
জনগণের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, 'প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু জনগণের জীবনমান স্বাভাবিক রাখার লক্ষ্যে পৌঁছাতে আমাদের সেসব মোকাবিলা করতে হবে। আমরা এ বিষয়ে কাজ করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, আগের ঘূর্ণিঝড়ের তুলনায় এবার জলোচ্ছ্বাস অনেক বেশি ছিল। সরকারের গড়ে তোলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আসায় জনগণকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত মেরামতের আহ্বান প্রধানমন্ত্রীর
জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তাই করছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, সরকার এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে কারণ দেশে গণতন্ত্র রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিরবচ্ছিন্ন গণতন্ত্র বিরাজ করায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে।’
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মুহিবুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এর আগে প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ হেলিকপ্টার থেকে দেখলেন প্রধানমন্ত্রী
৬ মাস আগে
ঘূর্ণিঝড় রিমাল: পটুয়াখালীতে মাছের ঘের, পুকুরসহ ৭৬০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
পটুয়াখালীতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিধ্বস্ত হয়েছে অন্তত ৭৬০টি ঘরবাড়ি। এর মধ্যে ১৪০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আর আংশিক বিধ্বস্ত হয়েছে ৫২০টি।
এছাড়া জেলায় ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছে ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার।
এদিকে অস্বাভাবিক জোয়ারের সময় সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর, খ্রিষ্টান পল্লী, পশ্চিম হাজীপুর, নবীপুর, ফতেহপুরসহ ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
আরও পড়ুন: কালবৈশাখীতে ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি-বাড়ি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন
জোয়ারে জালালপুর গ্রাম সংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধের উপর থেকে পানি লোকালয়ে প্রবেশ করেছে। বিভিন্ন ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়ার ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষিদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় ৩ হাজার ৫০০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে।
কলাপাড়ার ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ঝড়ে অন্তত ৭৬০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে ১৪০টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
পল্লী বিদ্যুতের কলাপাড়া কার্যালয়ের ডিজিএম সজীব পাল বলেন, ঝড়ে গাছপালা উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে গেছে, খুঁটি উপড়ে পড়েছে। যার কারণে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সচল করা যাচ্ছে না।
এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার ও কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বাঁধের আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা সোমবার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবে। এদিকে জেলার বিভিন্নস্থানে পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত ৮ শতাধিক ঘরবাড়ি, মৃত্যু ১
ঘূর্ণিঝড় রিমাল: ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি
৬ মাস আগে
পটুয়াখালীতে ৩ জনের মনোনয়ন প্রত্যাহার, মাঠে ২২ প্রার্থী
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পটুয়াখালীতে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) তারা রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।
তারা হলেন- পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য হাসিব আলম তালুকদার।
পটুয়াখালী-৩ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ওবায়েদুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত
এ ছাড়া দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে পাঠানো শেখ হাসিনা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে পটুয়াখালী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আফজাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করা হয়।
রবিবার বিভিন্ন সময়ে তারা রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।
এ দিকে আপিল করে মনোনয়নের বৈধতা পেয়েছেন পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে ৯টি দল ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রত্যাহারের পর পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, তরিকত ফেডারেশনের মো. খলিল, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন, এনপিপির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) জোবায়ের হোসেন, তৃণমূল বিএনপির মাহাবুবুল আলম, জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার।
পটুয়াখালী-৩ (গলাচিপা দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এ ওয়াই এম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান, জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন, স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন নির্বাচনের মাঠে রয়েছেন।
আরও পড়ুন: পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন
১ বছর আগে
পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত
পটুয়াখালী সদর উপজেলায় পূর্বনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ (আ.লীগ)ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্যদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে পটুয়াখালী জেলা বিএনপির কার্যলয়ের সামনে এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, সরকারের পদত্যাগ দাবিতে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে এদিন সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসতে শুরু করে। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বনানী মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
জেলা বিএনপি সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ সমাবেশে হামলা শুরু করলে উভয়েই সম্মুখ সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। পুলিশ উভয় দলের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৯; ১২টি মোটরবাইক ভাঙচুর ৩টিতে আগুন
এতে জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল তালুকদারসহ বিএনপি ও আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসপি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা টিয়ারগ্যাস ব্যবহার করেছে, তবে কত রাউন্ড ব্যবহার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
বিএনপির জেলা শাখা তাদের ১০ দফা দাবির পক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং আজ বিকালে একটি হোটেলে তাদের সমাবেশে ‘হামলার’ প্রতিবাদ জানিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।
এদিকে, সকালে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সহ-সভাপতি সুলতান আহমদ মৃধা প্রমুখ।
জেলা আ.লীগের সভাপতি বলেন, তাদের সমাবেশে ‘হামলার’ অভিযোগে তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করবেন।
আরও পড়ুন: রাজধানীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
১ বছর আগে
পটুয়াখালীতে কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক ১০
এসময় আটকদের কাছ থেকে ২৩ ড্রামভর্তি আনুমানিক ১৫ লাখ পিস বাগদা চিংড়ি রেণু পোনা এবং সাতটি বেহুন্দী জাল জব্দ করা হয়। এসময় মোট ১০ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
জব্দকৃত রেনু পোনার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়ার অমিথপুর এলাকায় কোস্টগার্ড নিজামপুর বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার এম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে পাচারকালে একটি ট্রাক থেকে ২৩ ড্রামভর্তি আনুমানিক ১৫ লাখ পিস বাগদা চিংড়ি রেণুপোনা জব্দ করা হয়। এসময় ট্রাকসহ দুজন চালককে আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জব্দকৃত চিংড়ি রেণুপোনা দুপুরে কলাপাড়ার সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
এছাড়া, আটক ট্রাক চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, কোস্টগার্ড পটুয়াখালী মহিপুর থানার আন্দারমানিক নদীর মোহনায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে সাতটি বেহুন্দী জাল ও একটি বোটসহ আট জেলেকে আটক করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটক জেলেদের মুচলেকা নিয়ে বোটটি ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: জেলেদের ফিরিয়ে আনতে ভোলায় কোস্টগার্ডের প্রচারণা
৯৯৯-এ ফোন: ঝড়ে চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
১ বছর আগে
পটুয়াখালীতে বরফ কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ১০
পটুয়াখালীর বাউফলে একটি বরফ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় মেসার্স খান আইস ফ্যাক্টরিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল খান ফ্যাক্টরির মালিক একেএম ফরিদের শ্যালক। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১০জন। তার মধ্যে প্রেমানন্দ ও তার স্ত্রী কৃষ্ণা রাণী বাউফল হাসপাতালে ও মো. ইব্রাহিম ও আফজাল নামের দুইজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক জানান, রাত ১১টার দিকে কারখানার ভেতরে অ্যামোনিয়া গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
তিনি আরও জানান, কারখানার ৭০০ মিটার এলাকা জুড়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার পর আরও ১০ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণে আগুন
১ বছর আগে
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: পটুয়াখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই সংঘর্ষ হয়।
এদের মধ্যে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার গুরুতর আহত অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
জানা যায়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আ স ম ফিরোজ, মোতালেব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল পৃথক কর্মসূচি ঘোষণা করেন।
এর মধ্যে ফিরোজ ও মোতালেব একই স্থানে ও সময়ে কর্মসূচি ডাকেন।
এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের গাড়ি ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৮: র্যাব
উপজেলা যুবলীগ নেতা অরিবিন্দু ইউএনবিকে বলেন, সকাল ১১টার দিকে মোতালেব ও তার অনুসারীরা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ উপজেলা পরিষদের গেইটের সামনে তাদের মিছিলে বাধা দেয়। একপর্যায়ে দলের সভাপতি আসম ফিরোজ এমপির ভাইর ছেলে যুবলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ মনির মোল্লার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এসে তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা করে।
এসময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৭-৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটনায় শহরে প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আসম ফিরোজ এমপির নেতৃত্ব একটি বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাউফলের ইউএনও জানান, দুই পক্ষকেই সহ অবস্থানের অনুরোধ করা হয়েছিল। তারা আমাকে কথাও দিয়েছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু তারা কথা রাখেননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ কর্মসূচির নিরাপত্তা বিধানের জন্য শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। দুই পক্ষ মুখোমুখি হওয়ায় রাবার বুলেট ছুঁড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ইভিএম ব্যালট ইউনিট ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে ইসির মামলা
নাসিরনগর সাম্প্রদায়িক সহিংসতা: ১৩ জনের ৪ বছর কারাদণ্ড
১ বছর আগে
পটুয়াখালীতে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে: স্থানীয় নেতাকর্মী
পটুয়াখালীর স্থানীয় নেতারা জানান, সরকারের পদত্যাগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, মিথ্যা মামলায় কারাগারে বন্দি বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ কয়েকটি দাবিতে দলটির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।
কর্মসূচিতে যোগ দিতে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা।
তারা জানায়, সকাল ১০টার দিকে তারা পদযাত্রা কর্মসূচি শুরু করলে পুলিশ বাধা দেয়।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার জানান, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি উজ্জল তালুকদারসহ ছয়জন আহত হয়েছেন।
বিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: অনুকূল পরিবেশ থাকলে রাজনীতি করবেন খালেদা জিয়া: বিএনপি
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন
১ বছর আগে
পটুয়াখালীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মরিয়ম (৭) ওই গ্রামের নিজাম মৃধার মেয়ে এবং রাফিয়া (৪) মাসুদ মৃধার মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
এলাকাবাসী জানায়,এদিন দুপুরে একত্রে খেলতে বের হয় রাফিয়া ও মরিয়ম। হঠাৎ বাড়ির মধ্যে তাদের উপস্থিত লক্ষ্য করা না গেলে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে দুই বোনকে পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
এলাকাবাসীর ধারণা, দুই বোন খেলতে খেলতে পুকুরে পরে গিয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান,সুতাবাড়িয়া গ্রামের বাচ্চা দুটো পানিতে পরে মারা গিয়েছে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
পটুয়াখালীতে প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার
১ বছর আগে