মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় দূতাবাস প্রাঙ্গণে প্রতিযোগিতা আয়োজিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই এবং দূতাবাসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরদের এবং আগত অভিভাবকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধারণে সহায়ক হবে।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) জনাব নির্ঝর অধিকারী।
বয়স অনুযায়ী শিশু-কিশোরেরা দু’টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। অংকনের বিষয় ছিল শহিদ মিনার।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককেই পুরস্কার দেয়া হয়।