নির্যাতন, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কর্মসূচি থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
গত বছরের ৮ নভেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্সের কাছে এ দাবি জানিয়েছে চিঠি পাঠায় সংগঠনগুলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করে।
সংগঠনটি বলছে, ‘মানবাধিকার সংস্থাগুলো র্যাবের ব্যাপক নির্যাতনের (ঘটনা) নথিভুক্ত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও এর সদস্যদের নির্যাতন, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’
আরও পড়ুন: রাজধানীতে র্যাবের অভিযানে ‘জঙ্গি’ আটক
রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি বলেছেন, ‘জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসের যদি সদিচ্ছা থাকে যে তিনি শান্তিরক্ষীদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করবেন তাহলে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো নির্যাতনের প্রমাণ-রেকর্ডযুক্ত কোনো সংস্থাকে মোতায়েন করা থেকে বিরত থাকা নিশ্চিত করবেন।’
তবে দুই মাস আগে পাঠানো এ চিঠির বিষয়ে জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশন বিভাগ এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গেল বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ‘অগ্রহণযোগ্য’: তথ্যমন্ত্রী
মার্কিন পররাষ্ট্র দপ্তর তখন জানায়, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির অধীনে দেশটির ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা দেয়।
এ ১২ সংগঠন হলো-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, দ্য অ্যাডভোকেটস ফর হিউম্যান রাইটস ও ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)।
আরও পড়ুন: র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব