প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।
মঙ্গলবার সকালে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
সেখানে তিনি কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটান।
পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।
সেখানেও তিনি একই প্রার্থণা করেছেন।
আরও পড়ুন: দুশ্চিন্তার কিছু নেই, বন্যা দুর্গতদের পুনর্বাসন করবে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী