সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে বুধবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি ইউএনবিকে জানিয়েছেন।
তবে আগের মতোই অনলাইনে পাঠ্যক্রম চলবে, বলেন তিনি।
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ মার্চ সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনও তা বন্ধ রয়েছে।
বুধবার বাংলাদেশে আরও ১৫৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মারা গেছেন ২২ জন।
বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। মোট মারা গেছেন ৫ ৪৪ জন।