রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রবিবার প্রথম জাতীয় শিল্প মেলায় ওয়ালটনের স্টল পরিদর্শন শেষে তিনি দেশীয় ব্র্যান্ডটির তৈরি বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং প্রযুক্তিপণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শিল্প মেলার উদ্বোধন করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ওয়ালটন গ্রুপের উপ-নির্বাহী পরিচালক শরীফ হারুনুর রশিদ ছনি তাদের স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং পরিদর্শনে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন পণ্য সম্পর্কে অবহিত করেন।
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিল্প মেলা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। মেলায় প্রায় ৩০০টি দেশীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বৃহৎ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী এবং তথ্যপ্রযুক্তি পণ্যসহ সবচেয়ে বড় স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছে ওয়ালটন। যেখানে প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, কম্প্রেসর, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, লিফট, ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকছে।