চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সঙ তাও স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘একজন বড় মাপের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে আপনার অবদান বাংলাদেশের জাতীয় উন্নয়ন এবং চীন-বাংলাদেশ সম্পর্ক প্রসার উভয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।’
সিপিসি জানায়, শেখ হাসিনার তদারকি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ ও সিপিসি ফলপ্রসূ সহযোগিতার মাধ্যমে তাদের সম্পর্ককে গভীর করেছে এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা দিচ্ছে।
সিপিসি আরও জানায়, দলের সাথে দলের নতুন ধরনের সম্পর্ক বিনির্মাণে তারা আওয়ামী লীগের সাথে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে। যা অভিন্ন ভিত্তির সম্প্রসারণ, বৈসাদৃশ্য রক্ষা এবং পারস্পরিক সম্মান ও পরস্পর থেকে জানাশোনা বাড়িয়ে তুলবে। সেই সাথে বেল্ট ও রোড প্রকল্পে উচ্চমানের সহযোগিতা নিশ্চিত করবে। যাতে চীন-বাংলাদেশ সম্পর্কে অবিচল অগ্রগতি প্রত্যক্ষ করা যায় এবং দুই দেশ ও এর জনগণের আরও বৃহত্তর কল্যাণ সাধিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার সারা দেশ নানা কর্মসূচি পালিত হচ্ছে।