ঢাকা, ০৫ এপ্রিল (ইউএনবি)- ঢাকায় নিযুক্ত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানরা বাংলাদেশের অন্যতম সবুজ-শ্যামল এলাকায় কিছু সময় কাটানোর জন্য শ্রীমঙ্গল গেছেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের নেতৃত্বে দলটি শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করে। তারা শনিবার ফিরে আসবেন।
দুই দিনব্যাপী সফরের প্রথম দিন কূটনীতিকরা মৌলভীবাজারের ইস্পাহানি চা বাগানে যান এবং চা প্রক্রিয়াজাতকরণ প্রত্যক্ষ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। এ সময় সফরকারী দলের সদস্যদের প্রক্রিয়াজাতকৃত চা উপহার দেয়া হয়।
প্রতিনিধিদলটিকে দেশের অন্যতম বিখ্যাত রিসোর্ট গ্রান্ড সুলতানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে সন্ধ্যায় তাদের সম্মানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের বিদেশি বন্ধুদের এ দেশ এবং এর সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনা সম্পর্কে আরও জানাতে এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
আনন্দ ভ্রমণে ৩৫ দেশ ও সাত আন্তর্জাতিক সংস্থার ৫৭ জন সদস্য অংশ নিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন।