সোমবার সকাল সাড়ে ৮টা থেকে প্রশাসনিক ভবনের শ্রেণিকক্ষের সামনে অবস্থান নেয় তারা। এ সময় শিক্ষার্থীদের একাংশ নিজেদের উদ্যোগে ভবনের সামনেই ক্লাস করেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবত একটি কক্ষে তাদের ক্লাস-পরীক্ষা সব চলে আসছে। তাদের কোনো ল্যাব না থাকায় তারা ব্যবহারিক কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছেন না।
এরই প্রেক্ষিতে গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদের কয়েকটি কক্ষ বরাদ্দ দিলেও ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি স্থগিত করা হয়। এখন সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে, যা সাংবাদিকতার শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার কার্যালয়ে যাওয়ার সময় বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চান। এ সময় উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আজকের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় উপাচার্য সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানকে নিয়ে আলোচনায় বসেছেন বলে জানা গেছে।