তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশ ঘোষণা করেছেন। ইতিমধ্যে দেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, জাতির পিতার হাতে দেশ স্বাধীন হয়েছে। আর সারাবিশ্বে অনুসরণ করার মতো করে দেশটি তৈরি করেছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমাদের সবাইকে কম্পিউটারে প্রশিক্ষিত হতে হবে। এ জন্য তোমাদের ফ্রি-ইন্টারনেট সুযোগ দেয়া হবে। নেত্রকোনায় শেখ কামাল আইসিটি পার্ক নির্মাণের কাজ চলছে। এখানে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেয়া হবে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন এবং রেডক্রিসেন্ট সোইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।