বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, সরকারি পেনশনভোগীরা দেশের পুরো জনগণের একটি ভগ্নাংশ মাত্র।
মন্ত্রী জানান, পেনশনভোগীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে হয়রানি দূর করার জন্য ‘ইএফটি’-এর মাধ্যমে পেনশন দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পেনশনভোগীরা যাতে হিসাবরক্ষণ অফিস বা ব্যাংকে শারীরিকভাবে হাজির না হয়েই তাদের ব্যাংক বা মোবাইল হিসাবে স্বয়ংক্রিয়ভাবে পেনশন পেতে পারেন সে জন্য একটি ব্যবস্থা চালু করা হয়েছে, বলেন তিনি।
মুস্তফা কামাল আরও বলেন, ইতিমধ্যে ২৭ হাজার পেনশনভোগীকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ‘ইএফটি’-এর মাধ্যমে পেনশন দেয়া হচ্ছে। আগামী অর্থবছরে সব পেনশনভোগীকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি উল্লেখ করেন যে যদিও সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ বিমার ব্যবস্থা আছে, কিন্তু প্রকৃতপক্ষে তা বিমা নয়। ‘সব সরকারি কর্মচারীকে বিমার আওতায় আনার জন্য জীবন বীমা কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যমান ব্যবস্থাটিকে সংস্কার করে একটি সমন্বিত বিমা ব্যবস্থায় রূপান্তর করা হবে।’