ঢাকা, ২২ মার্চ (ইউএনবি)- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার বলেছেন সরকার অপরাধ, যানজট ও সড়ক দুর্ঘটনা কমিয়ে এনে ঢাকাকে ‘সেইফ সিটি’ বানানোর উদ্যোগ নিয়েছে।
রাজধানীর মগবাজারের নয়াটোলায় একটি ছয়তলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইফ সিটি শীর্ষক একটি প্রকল্প নেয়ার পরিকল্পনা করছে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সফলভাবে জঙ্গি কার্যক্রম দমন করেছে।