প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে সরকারি কর্মচারীদের কঠোর শাস্তির পেতে হবে। তিনি বলেন, যেহেতু আমরা বিভিন্ন সুযোগ -সুবিধা দিচ্ছি, আমরা কোনো দুর্নীতি সহ্য করব না।
বুধবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে এক সভায় সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সরকার একটি দক্ষ, সেবা-ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে চায়, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এটা অনেক বেশি কার্যকর হবে। কারণ আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।
আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: সচিবদের প্রধানমন্ত্রী
দুর্নীতিকে একটি রোগ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার ওপর জোর দেন। তিনি সচিবদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যখনই আপনারা কাউকে দুর্নীতিতে লিপ্ত হতে দেখবেন, তাৎক্ষণিক পদক্ষেপ নিবেন। যে কোনো ভালো কাজের জন্য অবশ্যই পুরস্কার আছে। কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে।
করোনা ভাইরাসের টিকা সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে টিকা উৎপাদনের পদক্ষেপ নিয়েছে। তাছাড়া, আমরা যতটুকু টিকা প্রয়োজন তা সংগ্রহ করব। এ ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী