দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার জেরে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়।
ওয়াহিদা খানম তার নিজ কর্মস্থল ঘোড়াঘাট উপজেলায় সরকারি বাসভবনে ২ সেপ্টেম্বর রাত ৩টার দিকে দুস্কৃতকারীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএফএসএ সভাপতি, অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং সংগঠনের সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর এমন বর্বর ও নিষ্ঠুর হামলা অত্যন্ত মর্মান্তিক ও অনভিপ্রেত।
বিএফএসএ এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানমের দ্রুত সুস্থতা কামনা করে।
সংগঠনটি এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি দায়িত্ব পালনরত সবার যথাযথ নিরাপত্তা জোরদার করার দাবি জানায়।