ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক ও একুশে টিভির ডেপুটি হেড অব নিউজ সাইফ ইসলাম দিলালের মা শাহানারা বেগম মারা গেছেন। রবিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর খিলগাঁওয়ের ছেলের বাসায় মারা যান তিনি। শাহানারা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ মাগরিব রাজধানীর কাকরাইলে প্রথম নামাজে জানাজা ও আগামীকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের মৌলভীপাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
সাইফ ইসলাম দিলালের মা শাহানারা বেগমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সহ সভাপতি ওসমান গনি বাবুল ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: প্রবীণ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু মারা গেছেন
হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন
ডিআরইউ নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি সাইফ ইসলাম দিলালের মায়ের মৃত্যুতে সংগঠনটির বর্তমান সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়া চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) সাইফ ইসলাম দিলালের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে।