বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নে তার নিজ গ্রাম পেমোইতে জানাজা হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এর আগে দুপুর আড়াইটায় ঢাকা থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তার মরদেহ কেন্দুয়ায় আনা হলে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এরপর মরদেহ নিয়ে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং গত ফেব্রুয়ারি মাস থেকে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন বাংলাদেশের সাবেক এই প্রধান বিচারপতি।
রবিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে সাবেক প্রধান বিচারপতিকে দাফন করা হবে।
১৯৩০ সালে নেত্রকোণায় জন্মগ্রহণকারী সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রচণ্ড আন্দোলনের মুখে সামরিক শাসক এইচ এম এরশাদ পদত্যাগ করায়, তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। পরে তার নেতৃত্বে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৯৯৬ সালের ২৩ জুলাই তিনি আওয়ামী লীগ সরকার কর্তৃক মনোনীত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি তার পদ থেকে অবসর নেন।
বিচারপতি শাহাবুদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এই বিচারকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক