ঢাকার সাভার উপজেলায় করোনার টিকা নিতে আসা মানুষের ভিড়ে পদদলিত হয়ে স্বেচ্ছাসেবক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউশন টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারির মধ্যে করোনার প্রথম ডোজের টিকাদান সম্পন্ন করা হবে সরকারের এমন ঘোষণার পর থেকেই কেন্দ্রটিতে টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
যদিও সরকারি কর্মকর্তারা বলছেন ২৬ ফেব্রুয়ারির পরও নিয়মিত টিকাদান কর্মসূচি চলমান থাকবে তারপরও টিকা নিতে আসা মানুষের ভিড় কমছে না। প্রতিদিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা নিতে না পেরে ফিরে যাচ্ছেন অনেক মানুষ।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রটি ইতোমধ্যে প্রশস্ত করা করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে অতিরিক্ত ১০ জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার নারী ও পুরুষদের আলাদা কেন্দ্রে টিকা দেয়া হবে।
কেন্দ্রটিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকা দেয়া হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারি এক কোটি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী