বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এক কর্মশালায় তারা এ মত দেন। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্পের পরিচালক হাসান আহমেদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নের জন্য দেশের সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে তা পরিমাপ এবং জেলেদের প্রশিক্ষণ দেয়া প্রয়োজন।
সাবেক সচিব ও এসডিএফ পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন এমআই চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার।
বিশেষজ্ঞরা বলেন, ভৌগলিক ও জলবায়ুগত অবস্থানের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা বিশ্বের অন্যতম উচ্চ উত্পাদনশীল অঞ্চল হিসেবে পরিচিত।
সরকারি তথ্য অনুযায়ী, যান্ত্রিক নৌকা ও ট্রলার বর্তমানে বাংলাদেশের মোট ৬৬০ কিলোমিটারের উপকূল থেকে মাত্র ৭০ কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে মাছ শিকার করতে পারে। বাকি এলাকাটুকু অব্যবহৃত থেকে যায়।
বিশ্বব্যাংকের অর্থায়নে নেয়া নতুন প্রকল্পটি এসডিএফ যৌথভাবে বাস্তবায়ন করছে। ৫০ দশমিক ২৪ মিলিয়ন ডলারের এ প্রকল্পের লক্ষ্য হলো উপকূলীয় এলাকার গরিব জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নত করা। দেশের দক্ষিণাঞ্চলের ১৩ উপকূলীয় জেলার নির্বাচিত ৪৫ উপজেলার ৪৫০ উপকূলীয় গ্রামে ৫ বছর ধরে এ প্রকল্প বাস্তাবায়ন করা হবে।