‘কুমারী পূজা’ হলো এক বিশেষ ধরনের পূজা, যে পূজায় এক কিশোরী কন্যাকে দেবীর আসনে বসিয়ে ‘মাতৃরূপে’ পূজা-অর্চনা করা হয়।
দার্শনিক মতে, ‘কুমারী পূজা’ সমাজে মেয়েদের মূল্য প্রতিষ্ঠা করে। কুমারীত্বকে মনে করা হয় শক্তির বীজ, সৃষ্টি, স্থিতি, লয়ের প্রতীক। নারীত্ব ও প্রকৃতির প্রতীক কুমারীত্ব। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরূপ ‘কুমারী পূজা’।
পাঁচ দিনের দুর্গাপূজার চতুর্থ দিন রবিবার হিন্দু সম্প্রদায়ের লোকেরা উদযাপন করবেন মহা নবমী।
কোভিড-১৯ মহামারির কারণে সরকারের বিভিন্ন স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে বৃহস্পতিবার সারা দেশের মন্দিরে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
আরও পড়ুন: আজ থেকে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা
এর আগে করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সংক্রমণ রোধে পূজা মণ্ডপে প্রবেশের সময় সামাজিক দূরত্ব মেনে চলা, হাতে স্যানিটাইজার ব্যবহার করা এবং মাস্ক পরাসহ স্বাস্থ্য সংক্রান্ত সকল নির্দেশনা বজায় রাখার অনুরোধ জানায় স্বাস্থ্য বিভাগ।
এছাড়া পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য ৪ অক্টোবর কিছু নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।