ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- বিভিন্ন মণ্ডপে পূজা ও ভক্তির মাধ্যমে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা।
হিন্দু ধর্মমতে, দুর্গাপূজা শুরুর সাত দিন পূর্বে দুর্গা দেবীর আনুষ্ঠানিক প্রার্থনা হিসেবে মহালয়া বিবেচিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এই দিনটিতে হিন্দুরা মৃত পূর্বপুরুষদের পূজা করে এবং তাদের নামে ব্রাহ্মণদের পোশাক, খাবার ও মিষ্টি উপহার দিয়ে শ্রদ্ধা জানায়।
আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজা থেকে শুরু হবে এবারের দুর্গাপূজা।