রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষে সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করে।
এ মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর অস্ত্র আইনে করা এ মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন সাহেদ।
র্যাব সদস্যরা, গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২৩৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
করোনার ভুয়া সনদ দেয়া এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগে গত ৬ জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়।
পরে করোনার ভুয়া সনদ দেয়া রিজেন্ট হাসপাতালের মূল কার্যালয় ও দুটি শাখা সিলগালা করে দেয়া হয় এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।