সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এই অভিযান চালান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা
অভিযানে হাসপাতালে মেয়াদউত্তীর্ণ ওষুধ, বৈধ কাগজপত্র না থাকা এবং জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রংধনু হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনিয়মের অভিযোগেও পিস ল্যাব হাসাপাতালকে ৫০ হাজার টাকা এবং পপুলার হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি হাসপাতালকে মোট ১ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম আবাসিক চিকিৎসক ডা. নিলুফা জেসমিন নিলু এবং মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম।
আরও পড়ুন: খুলনায় আইসক্রিম-সেমাই কারখানায় অভিযান, ২ কারখানাকে জরিমানা
হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে জরিমানা, কারখানা সিলগালা