সিলেট গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১২ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া বড় চালান এ যাবৎকালের সবচেয়ে চালান।
বুধবার (১২ মার্চ) গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন ৪৮।
জব্দ পণ্যগুলোর মধ্যে রয়েছে— বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য।
আরও পড়ুন: ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা, সাতক্ষীরায় আটক ১
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
এছাড়া জব্দকৃত চোরাচালানের মালামালসমূহের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নাজমুল হক।