সিলেটে বন্যা কবলিত এলাকায় জানমালের নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বৃহস্পতিবার পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, আকস্মিক বন্যায় সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে সাময়িক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে নসরুল হামিদের সতর্কবার্তা
বিদ্যুৎ গ্রাহকদের জানমালের নিরাপত্তার জন্য বন্যার পানিতে বৈদ্যুতিক তার, খুঁটি বা সরঞ্জামাদি পড়ে থাকলে স্পর্শ না করতে সতর্ক করা হয়েছে। এছাড়া ০১৬২৫০৩৮৭৮৪ ও ০২৯৯৬৬৩৩১৭৩ নম্বরে ফোন করে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি।
বন্যার সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা খুবই গুরুত্বপূর্ণ বলেও যোগ করেন তিনি।