সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল সংলগ্ন পিরোজপুরের একটি মাদরাসার হিফজ বিভাগের দুই ছাত্র নিখোঁজ হয়েছে।
রবিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে মাদরাসা থেকে তারা নিখোঁজ রয়েছে। দুইদিন ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তাদের স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ট্রেনের টয়লেট থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে মাদরাসার বিশ্রামাগার থেকে বেরিয়ে গিয়ে তারা আর ফিরে আসেনি। নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজন মো. ফাহাদ আহমদ (১৩) এবং অপরজন হাবিব উল্লাহ শান্ত (১২)। ফাহাদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত লোকমান আহমদের ছেলে এবং শান্ত ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার উছমানগঞ্জ ইউনিয়নের উত্তর চর ফ্যাশন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
এদিকে দুইদিন ধরে নিখোঁজ মো. ফাহাদ আহমদের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা ফাতেমা আক্তার বীথি। তিনি তার ছেলের সন্ধান কামনায় সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।
পিরোজপুরস্থ ওই মাদরাসার পরিচালক মাওলানা এইচ এম আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজ ছাত্রদের স্বজন এবং মাদরাসা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
কেউ নিখোঁজ মাদরাসা ছাত্রদের সন্ধান পেলে ০১৭১২ ৩২৯৭২৬ এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: যমুনায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার