চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরও ৫০ জন।
শনিবার বিকালে উপজেলার কদম রসুল (কেশবপুর) এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সীমা অক্সিজেন প্ল্যান্টে বড় বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন; চট্টগ্রামে কন্টেইনার ডিপোকে ২ লাখ টাকা জরিমানা
তবে বিস্ফোরণ ও আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে গত বছরের ৪ জুন বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু এবং আড়াই শতাধিক মানুষ আহত হয়।