চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত বিএম কন্টেইনার ডিপোতে ফের আগুন লেগেছে। মঙ্গলবার বিকালে এ আগুনের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে নগরী ও কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা কফিল উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: গাজীপুরে তুলার গুদামে আগুন
তিনি বলেন, আজ বেলা ৩টা ১৫ মিনিটে সীতাকুণ্ডের শীতলপুরস্থ বিএম কন্ট্রেইনার ডিপোতে ঝুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি স্টেশন থেকে দুটি গাড়ি গেছে।
আগুন লাগার কারণ ও বিস্তারিত পরে জানাতে পারবো বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন রাতে বিএম কন্ট্রেইনার ডিপোতে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ও পরে রাসায়নিক পদার্থভর্তি কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু ও কমপক্ষে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়েছিল।
আরও পড়ুন: মিরপুরে বোতাম কারখানায় আগুন