চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ভারটেক্স কন্টেইনার ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে দেখা যায়, দীর্ঘ ২২ বছর ধরে ভারটেক্স কন্টেইনার ডিপোতে লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প চালানো এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রেখে কন্টেইনার ইয়ার্ড পরিচালনা করে আসছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডিপোটিতে নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ছিল না ফায়ার সেফটি প্লান ও ফায়ার হাইড্রেন্ট। ২২ বছর ধরে ডিপো পরিচালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন এর কোন ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ। এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেন কে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এ অভিযান চলাকালে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের টিমও উপস্থিত ছিল।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০০ কেজি জাটকা জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা