শনিবার জেলার দিরাই, শাল্লা, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
শাল্লা: উপজেলার ভান্ডার বিল হাওরে শংকর দাস(২৮) নামে এক কৃষক হাওরে ধান কাটতে যান। ঝড়োবৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। তার বাড়ি উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।
দিরাই: উপজেলার ছায়ার হাওরে তাপস মিয়া(৩০) নামে এক যুবক ধান কাটতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার জলসুকা গ্রামে।
জগন্নাথপুর: উপজেলার হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে মো. শিপন মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শিপন উপজেলার বাউধরন গ্রামের মৃত তবারক উল্ল্যার ছেলে বলে জানা গেছে।
দক্ষিণ সুনামগঞ্জ: উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর হাওরে বজ্রপাতে ফরিদ মিয়া(৩৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। এসময় তার দুটি গবাদিপশুও বজ্রপাতে মারা গেছে। মৃত ফরিদ মিয়া উত্তর গাজীনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।