করোনা মহামারির বিস্তার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সোমবার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক কর্মী দিয়ে চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তি অনুসারে, বাকি অর্ধেক কর্মী ভার্চুয়ালি কাজ করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই সময়ের মধ্যে আদালতের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এর আগে শুক্রবার ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার।
দেশে করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৯০৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২৩ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে পৌঁছেছে। এইদিন শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৬৭ শতাংশ।
আরও পড়ুন: ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে: স্বাস্থ্য অধিদপ্তর