তারা হামলার পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করা এবং মামলার তদন্ত শেষে হামলার সাথে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএএসএ সভাপতি জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এ দাবি জানান।
তিনি বলেন, কোনো কোনো মহল ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিচ্ছিন্ন ও চুরির ঘটনা বলে চালিয়ে দেয়ার অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, ‘অ্যাসোসিয়েশন মনে করে, এটি কোনো চুরির ঘটনা নয়। কারণ দুর্বৃত্তরা কোনো প্রকার জিনিস চুরি করে বা খোয়া যায়নি। এটি একটি পরিকল্পিত আক্রমণের ঘটনা এবং এর সাথে আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন।’
ওয়াহিদাকে একজন সৎ ও নির্ভীক কর্মকর্তা অভিহিত করে বিএএসএ সভাপতি বলেন, তিনি কখনও কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না। বিভিন্ন স্বার্থান্বেষী মহল বেআইনি তদবিরে ব্যর্থ হয়ে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি সঠিকভাবে তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এ সময় অন্যদের মধ্যে বিএএসএ সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।
দুর্বৃত্তদের হামলায় বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম উপজেলা পরিষদ চত্বরে নিজ বাসায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন।