সেই সাথে পচা সবজি ও ফল রাখার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করার অভিযোগে সুপারশপ আগোরা এবং প্রিন্স হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএনসিসি জোন-৫-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান সকাল সাড়ে ১০টা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ উচ্ছেদ ও জরিমানা কার্যক্রম চালান।
অভিযানে কারওয়ান বাজার এলাকা থেকে ২০০ এবং ফার্মগেটের ফুটওভার ব্রিজ ও ইন্দিরা রোড থেকে আরও ২০০ দোকান সরানো হয়।
এছাড়া, ইন্দিরা রোডে পচা সবজি ও ফল রাখার জন্য আগোরাকে ১ লাখ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করার দায়ে প্রিন্স হোটেলকে ২ লাখ টাকা জরিমানা করে আদালত।
এদিকে, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের আরেক ভ্রাম্যমাণ আদালত বনানীতে বেশি দামে কাঁচা মরিচ বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর দায়ে পাঁচ দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করে।
সেই সাথে নতুন বাজারে মূল্য তালিকা না থাকায় দুই মাংসের দোকানকে ৪০ হাজার ও এক মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।